img

রংপুরে যথাযোগ্য মর্যাদা বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরনে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
 রোববার সকাল থেকে রংপুর জিলা স্কুল মোড়ে বঙ্গবন্ধু চত্বরে  বঙ্গবন্ধুর ম্যূরালে বিভিন্ন স্তরের মানুষ ফুলের শুভেচ্ছা জানান। এ সময় রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুঞা, পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি দেব দাশ ভট্রাচার্জ, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, জেলা পরিষদের চেয়াম্যান এডভোকেট ছাফিয়া খানম, জেলা আওয়ামী লীগের সেক্রেটারী এডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান সফি সহ বিভাগীয় ও জেলা এবং পুলিশ প্রশসন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দলীয় নেতা-কর্মীরা শ্রদ্ধা নিবেদন জানান এবং ম্যূরালের সামনে এক মিনিট নিরবতা পালন সহ বিশেষ মোনাজাত করেন। পরে এখানে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা ফুলেল শ্রদ্ধা জানান। দিবসটি উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন পৃথক কর্মসূচী পালন করে। এর মধ্যে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ব্ধ নমিত করে উত্তোলন, কালোব্যজ ধারন, পুস্পস্তবক অর্পন এবং বিশেষ মোনাজাত ও আলোচনা সভা।   এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ১১ টায়  ভার্চুয়ালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্সে ইসলামিক পাউন্ডেশনের উদ্যোগে কোরআন খতম, আলোচনা সভা, হামদ-নাত, কাঙ্গালী ভোজ ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিবিন্ন মসজিদ এবং ধমর্য়ি প্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে দোয়া করা হয়।

এই বিভাগের আরও খবর